ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

নাঈমের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শেষ, শঙ্কায় উইন্ডিজ সিরিজও

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
নাঈমের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শেষ, শঙ্কায় উইন্ডিজ সিরিজও

আঙুলের ইনজুরির কারণে এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শেষ বেক্সিমকো ঢাকার স্পিনার নাঈম হাসানের। ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচ আর খেলতে পারবেন না তিনি।

এছাড়া আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে খেলা নিয়েও শঙ্কা রয়েছে নাঈমের।

শনিবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমমে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) জেমকন খুলার বিপক্ষে পরিবর্ত ফিল্ডার হিসেবে ফিল্ডিং করার সময় আঙুলে ব্যথা পান নাঈম। রোববার (১৩ ডিসেম্বর) নাঈমকে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

বিসিবির প্রধান চিকিৎসক বলেন, 'নাঈমের আঙ্গুলে একটু ফ্রেকচার আছে, ডান হাতের লিটল ফিঙারে। আমরা কালকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলবো এরপর একটা সিদ্ধান্ত আমরা নেব। কাল সকালের অ্যাপয়েন্টমেন্ট করা আছে।  দেখে মনে হচ্ছে আঙুলে চিড় ধরেছে। অপারেশনের দরকার হতে পারে। এই টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না তার। '

এর আগে মুমিনুল হক ও আবু জায়েদ রাহি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি খেলতে গিয়েই ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।