ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

চার হাজারি ক্লাবে মাহমুদউল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
চার হাজারি ক্লাবে মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি ক্রিকেটে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন জেমকন খুলনার অধিনায়ক।

চতুর্থ বাংলাদেশি হিসেবে এই কীর্তি ছুঁলেন তিনি।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) চট্টগ্রামের বিপক্ষে খেলতে নামার আগে মাইলফলকটি স্পর্শ করতে মাহমুদউল্লাহর দরকার ছিল ২ রান। সাকিব আল হাসান আউট হওয়ার পর দলের স্কোর যখন ৪ উইকেটে ৬৬, তখন মাঠে নামেন মাহমুদউল্লাহ। এরপর ইনিংসের ১১তম ওভারে মোসাদ্দেকের বলে সিঙ্গেল নিয়ে চার হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি।

এর আগে এই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মঞ্চেই তামিম ইকবাল ছয় হাজার ও সাকিব আল হাসান পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বের ০৮, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।