ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ফাইনালের আগে ‘অঘোষিত’ সেমিফাইনাল

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, অক্টোবর ২০, ২০২০
ফাইনালের আগে ‘অঘোষিত’ সেমিফাইনাল ফাইল ফটো

বিসিবি প্রেসিডেন্টস কাপের দুই ফাইনালিস্ট নির্ধারণে বেশ কঠিন এক সমীকরণের মুখে পড়তে হচ্ছে। ফাইনালের আগে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তিন দলকে।

 

একটু এদিক সেদিক হলেই তিন দলের যে কোনো এক দলকে সেমিফাইনাল থেকে ছিটকে পড়তে হবে। আছে রান রেটের জটিল হিসেব নিকেশও।

বুধবার (২১ অক্টোবর) লীগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে নাজমুল একাদশ ও তামিম একাদশ। তিন খেলায় নাজমুলদের দুই জয় আর তামিমদের জয় একটি। তাই ফাইনালে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই তামিমদের সামনে।  

তামিমরা জিতলে তিন দলের সমান দুটি করে জয় হবে। তখন বসতে হবে রান রেটের হিসেব কষতে। তবে তামিমের দল জিতলেই বাদ পড়তে হবে মাহমুদুল্লাহদের। কারণ তামিম একাদশের সঙ্গে মাহমুদউল্লাহ একাদশের রান রেটের ব্যবধান মাত্র দশমিক এক শূন্য। তাই জিতলেই রান রেটে এগিয়ে যাবে তামিররা।

যদি নাজমুল একাদশ বিশাল ব্যবধানে তামিমদের কাছে পরাজিত হয় সেক্ষেত্রে তামিম একাদশ ও মাহউমুদউল্লাহ একাদশ ফাইনালে উঠবে। তাই ফাইনালের আগে অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হবে নাজমুল একাদশ ও তামিম একাদশ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ