ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

করোনামুক্ত হলেন আবু জায়েদ রাহি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ১, ২০২০
করোনামুক্ত হলেন আবু জায়েদ রাহি আবু জায়েদ রাহি/ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহি করোনা নেগেটিভ হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাহির অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজকে (পরে যা বাতিল হয়ে যায়) সামনে রেখে গত ২২ সেপ্টেম্বর ২৭ ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও কোচিং স্টাফসহ মোট ৩৫ জনের করোনা পরীক্ষা করিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে পরীক্ষায় পেসার আবু জায়েদ রাহির শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়।

আইসোলেশনে রেখে তার চিকিৎসার ব্যবস্থা করেছে বিসিবির মেডিক্যাল বিভাগ। ওই সময় কোনো ধরনের শারীরিক জটিলতা না থাকলেও খাবারে রুচি পাচ্ছিলেন না রাহি।  

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।