ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

বিসিবির দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২০
বিসিবির দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ হয়েছেন। দ্বিতীয় ধাপে শুধুমাত্র সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষা করা হয়েছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) বাংলানিউজকে একথা জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এ সময় তিনি জানান আজ ক্রিকেটার মোহাম্মদ মিঠুন ও পেস বোলিং কোচ ওটিস গিবসনের করোনা পরীক্ষা জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

প্রধান চিকিৎসক বলেন, 'দ্বিতীয় দিনের সবার (টেস্টের) ফলাফল ভালো। ক্রিকেটার কোথায় সবাইতো সাপোর্টিং স্টাফ  নেওয়া হয়েছে। যারাই করেছে নেগেটিভ। আমার জানা মতে ক্রিকেটাররা করেনি, শুধুমাত্র সাপোর্টিং স্টাফ করেছেন। মিঠুনের আজকে নেওয়া হয়েছে। আজকে দুজনের করা হয়েছে। মিঠুনেরর আর ওটিস গিবসনের। '

এর আগে প্রথম ধাপের করোনা পরীক্ষায় গতকাল ওপেনার সাইফ হাসান ও জাতীয় দলের ইংলিশ ট্রেনার নিক লি করোনায় আক্রান্ত হন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।