ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন: যুবা ওপেনার ইমন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৩, ফেব্রুয়ারি ১০, ২০২০
আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন: যুবা ওপেনার ইমন

ভারতের দেওয়া ১৭৮ রানের মামুলি টার্গেটে শুরুটা দারুণ করেন বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান। দাপুটে ব্যাটিংয়ে ৯ ওভারের মধ্যেই তুলে নেন ৫০ রান। তবে পরের ১৫ রানে ৪ উইকেট হারিয়ে ছন্দপতন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু উইকেটে অবিচল থাকেন ইমন।

তবে মাঝে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেও দলের বিপদে আবারও ফিরে আসেন। তার ব্যাটেই আসে দলীয় সর্বোচ্চ ৪৭ রান।

টাইগার যুবাদের ইতিহাস সৃষ্টি করা বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ওপেনার।

ম্যাচ শেষে ইমন বলেন, এটা দারুণ এক অভিজ্ঞতা। আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়ন। আমার খুবই ভালো লাগছে। এটা একটা কঠিন চেজ ছিল এবং সত্যি বলতে আমরা কঠোর পরিশ্রম করেছি। সত্যিই অসাধারণ লাগছে।

বাংলাদেশ  সময়: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এমএমএস/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।