ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

যুবাদের মাশরাফি: দিনটি স্মরণীয় করে রাখো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৫, ফেব্রুয়ারি ৯, ২০২০
যুবাদের মাশরাফি: দিনটি স্মরণীয় করে রাখো ছবি:সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ দল। দারুণ বোলিংয়ে প্রথমে ব্যাট করা ভারতীয় যুবাদের ১৭৭ রানে বেধে রেখেছেন আকবর আলীর দল। ১৭৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেছে লাল-সবুজরা।

ইতোমধ্যে ছোটদের পুরো টুর্নামেন্টের পারফরম্যান্সের প্রশংসা করেছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। খেলা শুরু হওয়ার সময় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি অনুপ্রেরণাদায়ক স্ট্যাটাস দেন ম্যাশ।

যুবাদের একটি ছবি পোস্ট করে মাশরাফি লিখেন, তোমাদের সেরাটাই দাও! পুরো দেশই তোমাদের পেছনে রয়েছে। দিনটাকে স্মরণীয় করে রাখো। আমরা সবাই তোমাদের নিয়ে গর্বিত।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।