ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

বাংলাদেশের বোলিং কোচ হতে চান গিবসন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
বাংলাদেশের বোলিং কোচ হতে চান গিবসন ওটিস গিবসন: ছবি-শোয়েব মিথুন

বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের জায়গাটা আপতত ফাঁকা পড়ে আছে। দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের প্রস্তাব পাওয়ায় টাইগারদের পেস বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেন চার্লস ল্যাঙ্গাভেল্ট । তাই বাংলাদেশের পেস বোলিং কোচের তালিকায় ওটিস গিবসনের নাম আলোচনায় এসেছে। এবারের বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের বোলিং কোচের ‍দায়্ত্বি পালন করেছেন তিনি।
 

সোমবার (০৬ জানুয়ারি) বিসিবি একাডেমি মাঠে কুমিল্লার অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গিবসন। এসময় তিনি জানান, বাংলাদেশের বোলিং কোচের প্রস্তাব পাওয়ার কথা।

গিবসন বলেন, ‘অবশ্যই আলোচনা চলছে। আমি এটা অস্বীকার করব না। তবে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। আলোচনা এখনও অনেক অনেক দূর বাকি আছে। দেখি কী হয়। আমি ক্রিকেট ভালোবাসি ও বোলারদের কোচিং করাতে পছন্দ করি। যদি এখানে এসে কাজ করা ও তরুণ ফাস্ট বোলারদের শেখানোর সুযোগ হয়, আমি অবশ্যই সুযোগটি নিতে চাইব। ’

বিপিএলে কোচিং করাতে এসে ইতোমধ্যে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে ভালোই ধারনা হয়েছে তার। সুযোগ পেলে নিজের সবটুকুই উজাড় করে দেবেন সাবেক এই ক্যারিবীয় পেসার। তিনি বলেন, ‘কিছু ক্রিকেটারকে আমি এর মধ্যেই চিনতে পেরেছি। আল আমিন আছে আমাদের দলে, সে জাতীয় দলের পেসার। একটা সম্পর্ক তাই গড়ে উঠেছে। আমি নিজেও ক্রিকেটার ছিলাম, তাই ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কটা গড়ে তুলতে হয় কিভাবে সেটা আমার ভালোই জানা আছে। এখানে এসে তাই তরুণ পেসারদের, এমনকি অভিজ্ঞদেরও কিছু শেখাতে আমার সমস্যা নেই। ’

ওটিস গিবসনের অধীনেই ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড জাতীয় দলের বোলিং কোচের দায়িত্বও পালন করেছিলেন এই ক্যারিবিয়ান। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেন গিবসন।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।