ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন সিডল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন সিডল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন সিডল

১১ বছরের দীর্ঘ ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পিটার সিডল। মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের চতুর্থ দিন সতীর্থদের এই সিদ্ধান্ত জানান এ অস্ট্রেলিয়ান পেসার। তিনি এর আগেই অবশ্য কোচ জাস্টিন ল্যাঙ্গারকে জানিয়েছিলেন।

৩৫ বছর বয়সী সিডল ২০০৮ সালে মোহালিতে ভারতের বিপক্ষে অভিষেকের পর ক্যারিয়ারে ৬৭টি টেস্ট খেলেছেন। যেখানে ৩০.৬৬ গড়ে ২২১টি উইকেট পেয়েছেন।

এ বছরে অ্যাশেজে দ্য ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই তার শেষ টেস্ট হয়ে রইল। যদিও কিউইদের বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজে স্কোয়াডে ছিলেন এই ডানহাতি।

সাদা পোশাক ছাড়াও জাতীয় দলের হয়ে ২০টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছেন সিডল। যেখানে এবছরের শুরুতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।