ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ধাওয়ান আউট, আগারওয়াল ইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, ডিসেম্বর ১১, ২০১৯
ধাওয়ান আউট, আগারওয়াল ইন মায়াঙ্ক আগারওয়াল

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না ভারতের ওপেনার শিখর ধাওয়ানের। তার জায়গায় স্কোয়াডে জায়গা পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। চোটের কারণে ওয়ানডে সিরিজে রাখা হয়নি ধাওয়ানকে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সুযোগ হলে আগারওয়ালের ৫০ ওভারের ফরম্যাটে অভিষেকটাও হয়ে যাবে। ভারতের হয়ে ৯টি টেস্ট খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

এখনও টি-টোয়েন্টির দলে জায়গা হয়নি।

আগামী ১৫ ডিসেম্বর চেন্নাইয়ে ভারত-উইন্ডিজ তিন ম্যাচের প্রথমটিতে নামবে। ১৮ ও ২২ ডিসেম্বর বিশাখাপত্তম এবং কোটাকে পরের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ভারতের স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিষ পান্ডে, রিশব প্যান্ট, শিভাম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, দীপক চাহার, মোহাম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমার।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ