ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ওয়ালশের সঙ্গে চুক্তি নবায়ন করছে না বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৩, জুলাই ৮, ২০১৯
ওয়ালশের সঙ্গে চুক্তি নবায়ন করছে না বিসিবি ওয়ালশের সঙ্গে চুক্তি নবায়ন করছে না বিসিবি

বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শেষ। আর এরই মধ্য দিয়ে টাইগারদের বোলিং কোচ হিসেবে ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশের চুক্তির মেয়াদও শেষ হয়ছে। তবে ওয়ালশের সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চুক্তির মেয়াদ শেষ হলে অবশ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণার প্রযোজন পড়ে না। তবে বোর্ডের সূত্রে জানা গেছে যে ওয়ালশের সাথে চুক্তি বাড়াচ্ছে না বিসিবি।

তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিশ্বকাপ শেষে দলের সাখে ফেরেননি ওয়ালশ। লন্ডনে কিছু দিন থেকে দেশে ফিরে যাবেন তিনি। জানা যায়, ওয়ালশের পাশাপাশি ফিজিও তিহান চন্দ্রমোহনের চুক্তিও নবায়ন করছে না বিসিবি।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।