ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলকে সামনে রেখে হোম অব ক্রিকেটে তারার মেলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
বিপিএলকে সামনে রেখে হোম অব ক্রিকেটে তারার মেলা অনুশীলনের এক ফাঁকে দেখা হয়ে গেল দুই সাবেক সতীর্থ আশরাফুল ও সাকিবের। জড়িয়ে ধরে জানালেন শুভেচ্ছা। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

আগামী ৫ জানুয়ারি বসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। দেশের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টকে সামনে রেখে মাঠে নামার প্রস্তুতি নিতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই প্রস্তুতি পর্বের প্রথম দিনে তারকাদের মেলা বসেছিল মিরপুরের হোম অব ক্রিকেটের একাডেমী মাঠে। ছিল মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, আশরাফুলের মতো তারকাদের সরব উপস্থিতি।

অনুশীলনে অংশ নিতে এসে পুরনো অনেকের সঙ্গেই দেখা হলো আশরাফুলের-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

অনুশীলনের এক ফাঁকে আড্ডায় মাতলেন দুই বন্ধু আশরাফুল ও মাশরাফি-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

অনুশীলনের এক ফাঁকে মাশরাফির সঙ্গে হাস্যোজ্জ্বল মুশফিক-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

প্রথমদিনে ব্যাটিং প্র্যাকটিস করেছেন সাকিব-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

জিমে ঘাম ঝরাচ্ছেন আশরাফুল-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

নেটে বোলিং অনুশীলন করেছেন রুবেল হোসেন -ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

অনুশীলনে হাজির হয়েছিলেন সাব্বির রহমানও-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজবাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।