ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

লিটন দাসকে আইসিসির অভিনন্দন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৫, সেপ্টেম্বর ২৯, ২০১৮
লিটন দাসকে আইসিসির অভিনন্দন লিটন কুমার দাস। ছবি: সংগৃহীত

ভারতের সামনে মাত্র ২২৩ রানের লক্ষ্য দিতে পেরেছিল বাংলাদেশ। তবুও ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই করে টাইগাররা। এশিয়া কাপের ১৪ তম আসরের ফাইনালে ভারতের বিপক্ষে ৩ উইকেটে হারার পরও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশি ওপেনার লিটন দাসকে।

ম্যাচে দুর্দান্ত সুচনা করে বাংলাদেশের দুই ওপেনার লিটন ও মেহেদি হাসান মিরাজ। কিন্তু দারুণ ছন্দে খেলতে থাকা লিটন টিভি আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট না হলে হয়তো ম্যাচের ফলাফল অন্য কিছুও হতে পারতো।

ক্রিকেট ইতিহাসও মনে রাখতো লিটনের করা ১১৭ বলে করা ১২১ রানের মহামূল্যবান ইনিংসটি।  

লিটনের এমন বীরোচিত ইনিংসের পুরস্কারও তিনি পেয়েছেন। বাংলাদেশ হারলেও ম্যাচ সেরার পুরস্কারটি উঠেছে লিটনের হাতেই। লিটনের এমন পারফরম্যান্সে মুগ্ধ আইসিসিও। সামাজিক যোগাযোগের মাধ্যমে এক বার্তায় আইসিসি অভিনন্দন জানিয়েছে লিটনকে।

আইসিসি লিখেছে, ‘বাংলাদেশ শেষ পর্যন্ত জিততে পারেনি। তবে লিটন দাস হাসতেই পারেন। কারণ, ভারতের বিপক্ষে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ রান। ’

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।