ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সিলেটে দিন শেষে উজ্জ্বল ইয়াসির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, ডিসেম্বর ২০, ২০১৭
সিলেটে দিন শেষে উজ্জ্বল ইয়াসির ছবি:সংগৃহীত

এক ইয়াসির আলি রাব্বিই বলতে গেলে লড়লেন। ১৯তম এনসিএলের শেষ রাউন্ডের ম্যাচে সিলেট বিভাগের বোলিং তোপের সামনে চট্টগ্রাম বিভাগের আর কোন ব্যাটসম্যন দাঁড়াতেই পারলেন না। এছাড়া কিছুটা ব্যতিক্রম ছিলেন দলের ওপেনার সাদিকুর রহমানও।

সাদিকুরের ব্যক্তিগত ৪৬ ও ইয়াসির আলির ৮১ রানে প্রথম দিন শেষে ১০ উইকেটের বিনিময়ে ২১৫ রানের স্বল্প সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম বিভাগ।

সিলেটের হয়ে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন আবুল হাসান রাজু ও এনামুল হক জুনিয়র।

আবু জায়েদ রাহি ২টি ও এবাদত হোসেন নিয়েছেন ১টি উইকেট।

এর আগে বুধবার (২০ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম বিভাগ।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ২০ ডিসেম্বর ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ