ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফাইনালের স্বপ্নভঙ্গ যুবাদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
ফাইনালের স্বপ্নভঙ্গ যুবাদের ফাইনালে হারলো যুবারা-ছবি: সংগৃহীত

যুব এশিয়া কাপের সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশকে বৃষ্টি-আইনে ২৬ রানে হারিয়ে জয় তুলে নেয় তারা।

ঢাকা: যুব এশিয়া কাপের সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশকে বৃষ্টি-আইনে ২৬ রানে হারিয়ে জয় তুলে নেয় তারা।

আগামী শুক্রবার (২৩ ডিসেম্বর) এ মাঠেই ফাইনালে লঙ্কানদের প্রতিপক্ষ ভারত।

বাংলাদেশের যুবাদের দেওয়া ১৯৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২৭ দশমিক ১ ওভারে দুই উইকেট হারিয়ে ১০৬ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। এর পর খেলা মাঠে না গড়ালে ডাক ওয়ার্থ লুইস মেথডে জয় পায় শ্রীলঙ্কা।

ভিসভা চাতুরাঙ্গা ৭৭ বলে ৬৮ রানের ইনিংস খেলে দলকে এগিয়ে রাখেন। আরেক ওপেনার রিভেন কেলি করেন ২৩ রান। হাসিথ বয়াগোডা ১১ ও কামিন্দু মেন্ডিস ২ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে দুটি উইকেটই নিয়েছেন নাইম হাসান। ৭ দশমিক ১ ওভারে মাত্র ১২ রান দেন এ বোলার।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ১৯৪ রানে অলআউট হয় বাংলাদেশের যুবারা। দলকে ভালো শুরুই এনে দেন অধিনায়ক সাইফ হাসান ও সজীব হোসেন। তবে ৪২ রানের উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পর বড় কোনো জুটিই গড়তে পারেনি তারা। বাংলাদেশের ইনিংস থামে ৯ বল বাকি থাকতেই।

অধিনায়ক সাইফ ২৬ রান করে আউট হওয়ার পর আরেক ওপেনার সজীব ফিরে যান ব্যক্তিগত ১৮ রান করে। রায়ান রাফসান ৩৮, আফিফ হোসেন ৩৬, মোহাম্মদ রকিব ২২ ও হাবিবুর রহমান ১৮ রান করলে মাঝারি পুঁজি পায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার প্রবীণ জয়াবিক্রমা ২৫ রানে নিয়েছেন চার উইকেট। ২৯ রানে তিন উইকেট নেন হারিন বিরাসিংহা।

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।