ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়ার যুবারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, জানুয়ারি ৫, ২০১৬
বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়ার যুবারা

ঢাকা: ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসরে অংশ নিচ্ছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। গত অক্টোবরে অজিদের জাতীয় দল বাংলাদেশ সফর বাতিলের পর যুবাদের বিশ্ব আসর থেকেও নিরাপত্তাজনিত ঝুকির কারণ দেখিয়ে মেগা ইভেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।



অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, অজি সরকারের সংগে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্তা শন ক্যারল গত সপ্তাহে বাংলাদেশ সফরে আসেন। তার নিরাপত্তার রিপোর্টের উপর নির্ভর করে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং দেশটির সরকার এমন সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ০৫ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ