ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

গোলাপি বল আর কৃত্রিম আলোয় পিছিয়ে অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, নভেম্বর ২৭, ২০১৫
গোলাপি বল আর কৃত্রিম আলোয় পিছিয়ে অজিরা ছবি: সংগৃহীত

ঢাকা: শুক্রবার (২৭ নভেম্বর) ক্রিকেট ইতিহাসে নতুন একটি ভিন্ন দিকের উন্মোচন ঘটিয়ে অ্যাডিলেডে প্রথমবারের মতো কৃত্রিম আলোয় আর গোলাপি বলের টেস্টের প্রথম দিন শেষ হয়েছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দিন শেষে কিউইদের থেকে ১৪৮ রান পিছিয়ে অজিরা।



দিবারাত্রির প্রথম টেস্টে দুই সেশনের খেলা মাঠে গড়ানোর পর প্রথমবারের মতো কৃত্রিম আলোয় সাদা পোশাকে খেলেছেন কিউই-অজিরা। প্রথমবারের মতো টেস্ট ম্যাচও গড়িয়েছে গোলাপি বলে।

আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ৬৫.২ ওভারে গুটিয়ে যায়। অলআউট হওয়ার আগে কিউইরা ২০২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করেছে।

নিউজিল্যান্ডের হয়ে ইনিংস সর্বোচ্চ রান আসে ওপেনার টম ল্যাথামের ব্যাট থেকে। ৫০ রান করে বিদায় নেন তিনি। আরেক ওপেনার মার্টিন গাপটিল এক রানে সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা কেন উইলিয়ামসন ২২, চার নম্বরে নামা রস টেইলর ২১ আর পাঁচ নম্বরে নামা দলপতি ব্রেন্ডন ম্যাককালাম ৪ রান করে ফেরেন।

মিচেল সানতার ৩১ আর উইকেটরক্ষক ব্যাটসম্যান ওয়াটলিং ২৯ রান করেন। শেষ দিকে মার্ক ক্রেইগ ১১, ব্রেসওয়েল ১১ আর টিম সাউদি ১৬ রান করলে দুশো রানের কোটা পেরুয় কিউইরা।

দিবারাত্রির প্রথম টেস্টে অজিদের হয়ে তিনটি করে উইকেট তুলে নেন মিচেল স্টার্ক এবং জোশ হ্যাজেলউড। দুটি করে উইকেট দখল করে নেন পিটার সিডল এবং নাথান লিয়ন।

ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৪ রানের মাথায় দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। ব্যক্তিগত ১৪ রান করেন জো বার্নস এবং এক রানে বিদায় নেন ডেভিড ওয়ার্নার। দিন শেষে ২৪ রান নিয়ে দলপতি স্টিভেন স্মিথ এবং ৯ রান নিয়ে অ্যাডাম ভোজেস অপরাজিত থাকেন।

একটি করে উইকেট পান কিইউ বোলার ব্রেসওয়েল এবং ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।