ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সেরা খেলাটি খেলেই জিতেছে বাংলাদেশ

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০২, নভেম্বর ১১, ২০১৫
সেরা খেলাটি খেলেই জিতেছে বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘নিজেদের সব চাইতে সেরা খেলাটি খেলেই জিম্বাবুয়ের বিপক্ষে ৬১ রানের জয় নিয়ে দলটিকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ’ বললেন জিম্বাবুয়ান অধিনায়ক এলটন চিগুম্বুরা।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে সফরকারী দলের অধিনায়ক এভাবেই টাইগারদের প্রশংসায় ভাসান।



সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশর কাছে ৩-০ তে সিরিজ হেরে আমরা ভীষণ হতাশ। আসলে ওরা (বাংলাদেশ) ধারাবাহিকভাবেই ভাল খেলছে, তাছাড়া আজকের ম্যাচে তাদের মধ্যে আক্রমণাত্মক মনোভাব যথেষ্টই দেখা গেছে। তাই জয় পাওয়াটা আমাদের পক্ষে সম্ভব ছিল না।

এদিকে, ম্যাচে টাইগার টপঅর্ডার মাহমুদুল্লাহ রিয়াদের আউটটি নিয়ে চিগুম্বুরা বলেন, ক্রিকেটের আইন অনুযায়ী সেটা হয়নি। তাই বিষয়টি আমাদের তেমন দুঃখ দেয়নি। আম্পায়ারের কাছে যেটা সঠিক মনে হয়েছে তিনি সে সিদ্ধান্তই দিয়েছেন।

তৃতীয় ওয়ানডেতে নিজেদের বোলিং নিয়ে সফরকারী অধিনায়ক বলেন, বল হাতে ক্রেমার আমাদের হয়ে দারুণ বল করেছে। তাছাড়া মুজারাবানি ও জঙ্গোর বোলিংও ছিল অসাধারণ। আর পানিয়াংগারা এ সিরিজে সবচেয়ে ধারাবাহিক ছিল। আসছে ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজ নিয়ে চিগুম্বুরা বললেন, টি-টোয়েন্টি এমন একটি খেলা যেখানে যে কেউই ভাল খেলতে পারে। এখানে  অভিজ্ঞতার চাইতে গুরুত্বপূর্ণ হল, ম্যাচের দিন কারা কীভাবে তাদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।