ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আবারো পাকিস্তান ক্রিকেটে ইন্তিখাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, সেপ্টেম্বর ২২, ২০১৫
আবারো পাকিস্তান ক্রিকেটে ইন্তিখাব ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পেলেন ইন্তিখাব আলম। সোমবার (২১ সেপ্টেম্বর) এ ব্যাপারটি নিশ্চিত করে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।



এর আগে ২০০৮ সালে পাকিস্তানের মূল কোচের দায়িত্বে ছিলেন ইন্তিখাব। তবে ২০১০ সালে অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের ভরাডুবির পর বর্তমান কোচ ওয়াকার ইউনিসের কাছে কোচের পদ হারান তিনি।

এদিকে চতুর্থবারের মত পাকিস্তান দল গঠনে কাজ করার সুযোগ পেলেন ইন্তিখাব। ১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের ম্যানেজার-কোচ ছিলেন তিনি। পরে ২০০২ সালে লম্বা সময় কোচের দায়িত্বে ছিলেন ৭৩ বছর বয়সী ইন্তিখাব।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।