ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পিএসএলে দল কিনবেন আখতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১১, সেপ্টেম্বর ২২, ২০১৫
পিএসএলে দল কিনবেন আখতার শোয়েব আখতার / ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কেনার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটির পর্দা উঠবে।

তবে, ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। সংযুক্ত আরব আমিরাত বা কাতারে এর প্রথম আসর অনুষ্ঠিত হতে পারে।

সোমবার (২১ আগস্ট) পিএসএল প্রধান নাজাম শেঠির সঙ্গে দেখা করেন আখতার। এরপরই মিডিয়ার কাছে তিনি এ ইচ্ছার কথা তুলে ধরেন। ‘সবার মতো আমিও পিএসএল নিয়ে উচ্ছ্বসিত। এই টুর্নামেন্টটি জাতিকে উপহার দেওয়ার শামিল। এটি শুধুই পিসিবি’র ব্র্যান্ড নয়, এটা পাকিস্তানের ব্র্যান্ড। ’

দল কেনা প্রসঙ্গে আখতার বলেন, ‘আমি এ টুর্নামেন্টের একটি টিম কিনতে আগ্রহী। এতে করে পাকিস্তান ক্রিকেটের পাশে থাকতে পারব। দেশের ক্রিকেটারদের উৎসাহিত করার মধ্য দিয়ে আমার মতো আরো অনেক শোয়েব আখতার তৈরি করতে চাই। যারা কিনা ঘণ্টায় একশ মাইল বেগে বোলিং করতে পারবে। আমি ও আমার ব্যবসায়িক পার্টনার মিলে সামনে এগোচ্ছি। এর সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারব কিনা তা সময়ই বলে দেবে। তবে এখনো সব কিছু চূড়ান্ত হয়নি। ’

সাবেক ‘গতিদানব’ উল্লেখ করেন, ‘পিসিবি’র অধীনে চাকরি না করেও পাকিস্তান ক্রিকেটের পাশে থাকা সম্ভব। সবাই জানে আমি কেমন মানুষ। কিছু কিছু ক্ষেত্রে ভিন্নধর্মী হলেও আমার চিন্তাভাবনা সব সময়ই ইতিবাচক এবং সবকিছুই সঠিকভাবে করতে চাই। এ প্ল্যাটফর্মে একটা দল কেনার মধ্য দিয়ে প্রতিভাবান ক্রিকেটারদের দলে আনতে প্রস্তাব দিতে পারব। এমনকি আমি একটি ক্রিকেট একাডেমির মাধ্যমেও সম্ভাব্য উদীয়মান ক্রিকেটারদের গড়ে তুলতে পারি। ’

পাকিস্তান ক্রিকেটের জন্য পিএসএল মঙ্গল বয়ে আনবে এ আশাই করছেন আখতার। ‘আমি হয়তো পিসিবির বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করেছি। কিন্তু, সব সময় একটাই চাওয়া থাকে, পাকিস্তান দলের জয়। দেশে বহু প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। তাদের সঠিক তত্ত্বাবধান করা একান্তই জরুরি। এর জন্য পিএসএল একটি ভালো উদ্যোগ। অামাদের সবার এ টুর্নামেন্টটিকে সমর্থন দেওয়া উচিৎ। এটা পাকিস্তান ক্রিকেটের পুনর্জাগরণের জন্যও কার্যকরী ভূমিকা রাখবে। ’

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।