ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

নারী দলের খেলা করাচিতে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, সেপ্টেম্বর ২১, ২০১৫
নারী দলের খেলা করাচিতে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফটো)

ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর হলে সবগুলো ম্যাচই হবে করাচিতে। সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।



নারী ক্রিকেট দলকে পাকিস্তান সফরে পাঠানো হবে কিনা এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা বিসিবি’র পক্ষ থেকে না আসলেও সফরের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে সালমাবাহিনী।  
 
সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও বিসিবি সূত্রে জানা গেছে, ঈদের পর ২৬ অথবা ২৭ সেপ্টেম্বর দু’টি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে প্রায় ১০ দিনের সফরে পাকিস্তান যাবে নারী ক্রিকেট দল। সবগুলো ম্যাচই হবে করাচিতে।

এ সম্পর্কে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘পাকিস্তান সফর হলে সবগুলো ম্যাচই করাচিতে হবে। সেখানকার ক্রিকেট কমপ্লেক্সে সবধরণের সুযোগ-সুবিধা রয়েছে। পাকিস্তান এয়ারপোর্টে নেমে ক্রিকেটাররা সরাসরি কমপ্লেক্সে চলে যাবে। সফর শেষে কমপ্লেক্স থেকে আবার সরাসরি এয়ারপোর্টে চলে আসবে। এর বাইরে তাদের কোনো মুভমেন্ট থাকবে না। কারণ, কমপ্লেক্সের ভেতর সুইংমিংপুল, ডরমেটরি রয়েছে। ফলে ক্রিকেটারদের হোটেলে থাকতে হবে না। ’

সম্প্রতি পাকিস্তান সফর করে এসেছে বিসিবির নিরাপত্তা পরিদর্শক দল। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে তারা করাচি ও লাহোর পরিদর্শন করেন। তাদের প্রতিবেদনে কি উল্ল্যেখ করা হয়েছে এ ব্যাপারে মুখ খোলেননি বিসিবির সিইও। তিনি জানান, বোর্ডের ইঙ্গিত ছাড়া আমার পক্ষে আর কিছু বলা সম্ভব নয়। ’

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার ছয় বছর পর চলতি বছর জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফর করে। কোনো অঘটন ছাড়াই  সফর শেষ করে তারা। এরপরই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আমন্ত্রণ জানায় পিসিবি। এর পর পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে দেখতে নিরাপত্তা পরিদর্শক দল সেখানে যায়। ৫ দিনের সফরে লাহোর ও করাচি পরিদর্শন করে তারা।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।