ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ব্যর্থ আজমলের চিন্তায় অবসর!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, সেপ্টেম্বর ১৫, ২০১৫
ব্যর্থ আজমলের চিন্তায় অবসর! ছবি: সংগৃহীত

ঢাকা: অবৈধ বোলিং ‍অ্যাকশন বদলে নিজেকে আর ফিরে পাননি পাকিস্তানের স্পিনার সাঈদ আজমল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে ঘরোয়া লিগেও নিজের জাত চেনাতে পারেননি এ দুশরা স্পিনার।

সর্বশেষ ঘরোয়া টি-টোয়েন্টি লিগে বাজে পারর্ফম করায় ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা করছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ‘আজমল নিজের পারফর্মে হতাশ। আর বোলিং শুধরে ব্যর্থ হওয়াটাকেও খারাপ চোখে দেখছেন তিনি। যার কারণে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত ফয়সালাবাদের শেষ ম্যাচেও সে খেলেনি। ’

সর্বশেষ চার ম্যাচে ৬২ গড়ে ১২৪ রানের বিনিময়ে মাত্র দুটি উইকেট নিয়েছেন আজমল। আর নতুন বোলিং ‍অ্যাকশনে নিজেকে কোন রকমেই মানিয়ে নিতে পারছেন না তিনি।

৩৭ বছর বয়সী এ তারকা স্পিনার পাকিস্তানের হয়ে ৩৫টি টেস্ট, ১১৩টি ওয়ানডে ও ৬৪টি টি-২০ খেলেছেন। তিন ফরম্যাটের ক্রিকেটে যথাক্রমে উইকেট পেয়েছেন ১৭৮, ১৮৪ ও ৮৫টি।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।