ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৪, সেপ্টেম্বর ১৫, ২০১৫
পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের দল ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আর এই দলে জিম্বাবুয়ের হয়ে সিমীত ওভারের ম্যাচে আবারো ফিরেছেন উইকেটরক্ষক রিচমন্ড মুতুমবামি।

এছাড়া পেসার তাউরাই মুজারাবানিও দুই ফরম্যাটে থাকছেন।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের বোলাররা সফল না হলেও এই সিরিজে মুজারাবানির অন্তর্ভুক্তি ছাড়া কোন পরিবর্তন আনছে না দলটি।

চলতী মাসে ২৭ ও ২৯ তারিখে দুটি টি-২০ আর অক্টোবরের ১, ৩ ও ৫ তারিখে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই হারারে স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, চামু চিবাবা, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জঙ্গউই, নেভিল মাতজিভা, হ্যামিল্টন মাসাকাদজা, ক্রিস এমপফু, রিচমন্ড মুতুমবামি (উইকেটরক্ষক), তাউরাই মুজারাবানি, জন নুউম্ব, তিনাসে পানিয়াঙ্গারা, প্রসপার উতসেয়া, ম্যালকম ওয়ালার ও শেন উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।