ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

অবশেষে আইসিসি প্রেসিডেন্টের শরণাপন্ন পিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, সেপ্টেম্বর ১৩, ২০১৫
অবশেষে আইসিসি প্রেসিডেন্টের শরণাপন্ন পিসিবি ছবি: সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে চলতী বছরের ডিসেম্বরে পাক-ভারতের মধ্যেকার পূর্ণাঙ্গ সিরিজ হওয়ার কথা। তবে গত কয়েক মাসে এ নিয়ে জল কম ঘোলা হয়নি।

দু’দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে সিরিজটি এখন পন্ডের দিকেই যাচ্ছে। অবেশেষে সিরিজটি সম্পন্ন করতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সর্বশেষ আইসিসি’র প্রেসিডেন্ট জহির আব্বাসের দারস্থ হলো।

পিসিবি মনে করছে, জহির আব্বাসই এ ব্যাপারটির সমাধান করতে পারবে।

এ প্রসঙ্গে পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘আমি জহির আব্বাসের সঙ্গে দেখা করেছি। আর তাকে জানিয়েছি ডিসেম্বরে সিরিজটির ব্যাপারে ভারতকে প্রভাবিত করতে। আমি আরো বিশ্বাস করি এই সিরিজটি আমাদের দু’দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ’

শাহরিয়ার আরো বলেন, ‘আইসিসির প্রেসিডেন্ট হিসেবে জহির ভারতে একজন সম্মানি ব্যক্তি। আমি তাকে এ ব্যাপারে আমাদের সাহায্য করতে বলেছি। আর আমি আশাবাদী এ ব্যাপারে তিনি আমাদের জন্য কিছু করতে পারবেন। ’

২০০৭-০৮ সালের পর ভারত ও পাকিস্তান আর কোন পূর্ণাঙ্গ সিরিজে অংশ নেয়নি। তবে ২০১২-১৩ সালে দু’দল তিন ম্যাচ ওয়ানডে সিরিজে অংশ নিয়েছিল।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।