ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আরও দু’সপ্তাহ মাঠের বাইরে তাইজুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, সেপ্টেম্বর ৮, ২০১৫
আরও দু’সপ্তাহ মাঠের বাইরে তাইজুল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: শীর্ষ ক্রিকেটারদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছিল ২২ আগস্ট। নতুন মৌসুমের প্রস্তুতির জন্য এক মাসের ক্যাম্পে খুব বেশি দিন অবস্থান করতে পারেননি তাইজুল ইসলাম।

জন্ডিস ধরা পড়ায় গ্রামের বাড়ি নাটোরে ফিরে যেতে হয়েছিল বাঁহাতি এই স্পিনারকে। তখন তাইজুলকে এক সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছিল।

সোমবার (০৭ সেপ্টেম্বর) আবারও ঢাকায় ফেরেন তাইজুল। বিলিরুবিন পরীক্ষার রিপোর্ট নিয়ে এসেছিলেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী ও জাতীয় দলের ফিজিও বায়েজিদ হোসেনকে দেখানোর জন্য। রিপোর্ট দেখার পর তাইজুলকে আরও দুই সপ্তাহ বিশ্রাম দিয়েছেন বিসিবির চিকিৎসকরা। পুরোপুরি সুস্থ না হওয়া অবধি মাঠে নামতেও নিষেধ করা হয়েছে তাকে।

জাতীয় দলের এই স্পিনার দলের সহকারী নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে দেখা করেছেন। নির্বাচকরাও পূর্ণ বিশ্রামে যেতে বলেছেন তাইজুলকে। মুখমন্ডলে বেশ হলদেটে একটা ছাপ পড়েছে তার। বিশ্রামের পর অবস্থার উন্নতি হলে তাকে জন্ডিসের টিকা নিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।