ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বড় ব্যবধানে ভারতকে হারাল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, সেপ্টেম্বর ৮, ২০১৫
বড় ব্যবধানে ভারতকে হারাল বাংলাদেশ ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে ৭ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।

তবে, প্রথমবারের মতো ৫টি দেশ নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে বাংলাদেশকে তৃতীয় হয়ে আসর থেকে বিদায় নিতে হলো।

ফাইনালে উঠেছে পাকিস্তান এবং ইংল্যান্ড। দুই দেশেরই তিনটি করে জয় নিয়ে অর্জন সমান ৬ পয়েন্ট। বাংলাদেশের চার ম্যাচে দুই জয় আর দুই পরাজয়ে অর্জিত পয়েন্ট ৪। ভারত ও আফগানিস্তানের একটি করে জয় নিয়ে ২ পয়েন্ট।

বিকেএসপির তিন নম্বর মাঠে ভারত আগে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে তোলে ১১৫ রান। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আমিন উদ্দিন (৪৫) আর শাহরিয়ার শামিমের (৪২) দারুণ ব্যাটিংয়ে হাতে ৭ উইকেট আর ৮ বল বাকি রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

আগে ব্যাটিং করা ভারতের হয়ে সর্বোচ্চ ৪৫ রান আসে কুনালের ব্যাট থেকে। ৪৯ বলে ৪টি চারে তিনি ইনিংসটি সাজান। এছাড়া আনসুল করেন ২৬ রান আর ওপেনার ইয়াশ নেগি করেন ১২ রান। আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

বাংলাদেশের হয়ে আলম খান ৪ ওভার বল করে ২৩ রান খরচায় নেন তিনটি উইকেট। এছাড়া দুটি উইকেট পান ৪ ওভারে মাত্র ১৫ রান দেওয়া দ্রুপম।

১১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মাথায় দুই উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে ৬৫ রানের অসাধারণ একটি জুটি গড়েন আমিন উদ্দিন এবং শাহরিয়ার শামিম। আমিন ৪৩ বলে তিনটি চারে ৪৫ রানের ইনিংস খেলে রানআউট হয়ে ফিরলেও অপরাজিত থাকেন ৫০ বলে ৪২ রান করা শাহরিয়ার। দলকে জয় পাইয়ে দিতে শেষ দিকে মাত্র ৮ বল মোকাবেলা করে অপরাজিত ১৮ রান করেন অপূর্ব কুমার।

১৮.৪ ওভার খেলে জয় পায় বাংলাদেশ।

প্রতিবন্ধী ক্রিকেটে এর আগে বাংলাদেশকে তিন উইকেটে হারায় আফগানিস্তান। শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে ১৪ রানে হারায় লাল-সবুজের জার্সিধারীরা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টি আইনে ২০ রানে হার মানে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৫  আপডেট: ১৫২২ ঘণ্টা
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।