ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড দলে বাটলারের পরিবর্তে বেয়ারস্টো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, সেপ্টেম্বর ৭, ২০১৫
ইংল্যান্ড দলে বাটলারের পরিবর্তে বেয়ারস্টো জনি বেয়ারস্টো ও জস বাটলার / ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজের বাকি তিন ম্যাচের জন্য জস বাটলারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে খেলবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।

ইতোমধ্যেই প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে লিড নিয়েছ অজিরা।

অ্যাশেজ সিরিজের পাঁচ ম্যাচে ১৫.২৫ গড়ে ১১২ রান করেন বাটলার। ফর্মহীনতা ওয়াডে সিরিজেও অব্যাহত। দুই ম্যাচে মাত্র ৪ রান করেন ২৪ বছর বয়সী এ ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এ কারণেই তাকে দলের বাইরে রাখা হয়েছে। সিরিজ বাঁচাতে ইংলিশদের বাকি তিন ম্যাচে জয়ের বিকল্প নেই।

ইংলিশদের হয়ে এখন পর্যন্ত ৬১টি ওয়ানডে ম্যাচে ৩২.৬০ গড়ে ১,৪৬৭ রান করেন বাটলার। সাতটি অর্ধশতকের পাশাপাশি রয়েছে দুটি সেঞ্চুরি।

অন্যদিকে, মাত্র ৯টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী বেয়ারস্টো। তবে ব্যাটিং গড়টা মন্দ নয়। একটি ফিফটির সাহায্যে ৪০.৪০ গড়ে করেছেন ২০২ রান।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। জিতলেই অজিদের সিরিজ জয় নিশ্চিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।