ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বিসিসিআই’কে পিসিবি’র চিঠি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, সেপ্টেম্বর ৩, ২০১৫
বিসিসিআই’কে পিসিবি’র চিঠি

ঢাকা: ডিসেম্বরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজটি আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় বাড়ছেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফ থেকেই ‍আপত্তি দেখানো হচ্ছে।

ঠিক কী কারণে তারা অপারগতা দেখাচ্ছে, তার ব্যাখা চেয়ে বিসিসিআই’র সেক্রেটারি অনুরাগ ঠাকুরের কাছে চিঠি পাঠিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।

গত বছরে মে মাসে পিসিবি’র পক্ষ থেকে দাবি করা হয়, বিসিসিআই’র সঙ্গে তাদের একটি সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন হয়েছে। সে হিসেবে ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে দু’দেশের মধ্যকার রাজনৈতিক অস্থিরতার কারণে সিরিজ আয়োজনই এখন অনিশ্চয়তা মুখে!

শাহরিয়ার খান উল্লেখ করেন, ‘আমি খুবই আশাবাদি যে, ভারত সরকার পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট সিরিজ চলমান রাখার অনুমতি দেবে। দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হলে দু’দেশের মধ্যকার উত্তেজনা কমে যাবে। আশা করছি, অচিরেই সব সমস্যার সমাধান হবে। ’

২০০৭ সালের পর পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলেনি ভারত। সর্বশেষ ২০১২-২০১৩ সালে ঘরের মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা থাকলেও ওডিআই সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয় মিসবাহ-ইউনিসরা।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।