ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

ক্রিকেট

এখনও নিশ্চিত নয় ভারত-জিম্বাবুয়ে সিরিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, জুন ২১, ২০১৫
এখনও নিশ্চিত নয় ভারত-জিম্বাবুয়ে সিরিজ

ঢাকা: বাংলাদেশ সফরের পরেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ সূচি রয়েছে ভারতের। তবে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও সিরিজ সম্প্রচারকারী প্রতিষ্ঠান টেন স্পোর্টসের মাঝে সমস্যগুলো সমাধান না হলে আগামী বছর এ সিরিজটি হতে পারে।



এদিকে জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) চেয়ারম্যান উইলসন মানাসে অবশ্য আশাবাদী যে, ২২ থেকে ২৬ জুনে বার্বাডোজে আইসিসি’র বার্ষিক সম্মেলনে বিসিসিআই কর্তাদের সঙ্গে আলোচনা হবে। আর তিনি বিশ্বাস করেন একটি সমাধানও হবে।

বিবৃতিতে মানাসে বলেন, ‘যদি সমস্য সমাধানে অনেক সময় ব্যয় হয় তাহলে জেডসি ও বিসিসিআই আলোচনা করে আগামী বছর সফরটি পিছিয়ে নিবে। ’

আগামী সাত জুন জিম্বাবুয়ে সফরের কথা রয়েছে ভারতের। সিরিজে দু’দল তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।