ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

ক্রিকেট

বেয়ারস্টোর কল্যাণে সিরিজ জিতলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, জুন ২১, ২০১৫
বেয়ারস্টোর কল্যাণে সিরিজ জিতলো ইংল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: দলে সুযোগ পেয়েই দারুণ একটি ইনিংস খেলে ইংল্যান্ডকে সিরিজ জেতালেন জনি বেয়ারস্টো। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ এ সমতায় থাকায় শনিবারের ম্যাচটি ছিল অঘষিত ফাইনাল।

কিউইদের করা ২৮৩ রানের জবাবে শেষ পর্যন্ত বৃষ্টি আইনে তিন উইকেটে জয় পায় ইংলিশরা।

২৮৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অবশ্য স্বাগতিকরা খেই হারিয়ে ফেলে। মাত্র ৪৫ রানেই দলীয় পাঁচ উইকেট হারায় তারা। তবে একপ্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করতে থাকেন বেয়ারস্টো। শেষ পর্যন্ত ৬০ বলে ১১টি চারের সাহায্যে ৮৩ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। বৃষ্টি আইনে ইংলিশরা ২৫ ওভারে ১৯২ রান করলে জয় পায়।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ২৮৩ রান তোলে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার মার্টিন গাপটিল। এছাড়া ৫০ রান এসেছে কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। বেন স্টোকস নিয়েছেন তিনটি উইকেট।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।