ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে নতুন পাঁচ মুখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, জুন ১৮, ২০১৫
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে নতুন পাঁচ মুখ স্যাম বিলিংস, রিসি টপলি, জেমস ভিঞ্চি, ডেভিড উইলি ও মার্ক উড

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডে পাঁচজন ক্রিকেটারের অভিষেক হয়েছে। ইয়ন মরগানকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

তবে, দলের অন্যতম সেরা পেসার স্টুয়ার্ট ব্রডকে দলে রাখা হয়নি।

২৩ জুন (মঙ্গলবার) স্বাগতিক ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পাওয়া নতুন পাঁচ ক্রিকেটার হলেন স্যাম বিলিংস, রিসি টপলি, জেমস ভিঞ্চি, ডেভিড উইলি ও মার্ক উড। এর মধ্যে টপলি ও ভিঞ্চি বাদে বাকি তিনজন কিউইদের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ইংলিশ স্কোয়াডে রয়েছেন।

এর আগে ইংলিশদের হয়ে ভিঞ্চির আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হলেও টপলি অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

ইতোমধ্যেই দু’দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ সমতায় ড্র হয়েছে। আর এখন পর্যন্ত চার ম্যাচ শেষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-২ সমতায় রয়েছে। চেস্টার-লি-স্ট্রিটে ২০ জুন সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:
ইয়ন মরগান (অধিনায়ক), স্যাম বিলিংস, জস বাটলার (উইকেটরক্ষক), স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিসি টপলি, জেমস ভিঞ্চি, ডেভিড উইলি ও মার্ক উড।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।