ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

ক্রিকেট

চার পেসার নিয়ে এই প্রথম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, জুন ১৮, ২০১৫
চার পেসার নিয়ে এই প্রথম

মিরপুর থেকে: প্রথমবারের মতো একাদশে চার পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে একাদশে আছেন পেসার মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

দলে রাখা হয়নি কোন স্পেশালিস্ট স্পিনারকে।  

বিশ্বসেরা অলরাউন্ডারের সাকিব আল হাসানের সঙ্গে আজ হাত ঘুঁরাতে হতে পারে অফস্পিনার নাসির হোসেন ও সাব্বির রহমানকে।

শের-ই-বাংলা স্টেডিয়ামের চার নাম্বার উইকেটে গড়াচ্ছে খেলা। দ্রুতগতির উইকেটের সঙ্গে মিরপুরে আজ ওভারকাস্ট কন্ডিশন হওয়ায় চার পেসার নিয়ে খেলার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজম্যান্ট। গত কয়েকটি ওয়ানডে ম্যাচে তিন পেসার নিয়ে খেলতে দেখা গেছে বাংলাদেশকে। তবে আজ দলে যোগ হয়েছে বাড়তি পেসার।
অন্যদিকে ভারতীয় দলে তিন পেসারের সঙ্গে রয়েছেন দুই স্পিনার।

এই ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলে অভিষিক্ত হয়েছেন ‘টি-টোয়েন্টির চমক’ খ্যাত বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও টপঅর্ডার ব্যাটসম্যান লিটন কুমার দাশ।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।