ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বোর্ডের উপর চটেছেন গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, জানুয়ারি ১২, ২০১৫
বোর্ডের উপর চটেছেন গেইল ক্রিস গেইল

ঢাকা: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে রাখা হয়নি অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ডকে। আর দেশটির ক্রিকেট নির্বাচকদের এমন সিদ্ধান্তের সমালোচনা করছেন দলের হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস গেইল।

এ দুই অলরাউন্ডারকে দক্ষিন আফ্রিকার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজেও রাখা হয়নি।

৩৫ বছরের এ জ্যামাইকান তারকা জানান, বিশ্বকাপের মত বড় আসরে গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারদের দলে না নেওয়াটা ‘হাস্যকর’।

গতকাল জোহানেসবার্গে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড রান তাড়া করে সিরিজ জয়ের পর গেইল বলেন, ‘কিভাবে এ দুই ক্রিকেটারকে বিশ্বকাপে নেয়া হলো না। এটা চিন্তা করা যায় না। ’

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়ানরা চার বল বাকি থাকতে রেকর্ড ২৩২ রান তাড়া করে জয় পায়। আর ম্যাচ সেরা হওয়া গেইলের ব্যাট থেকে ‍আসে মূল্যবান ৯০ রান।

গেইল বলেন, ‘এ দুই ক্রিকেটারকে দলে না নেয়া মানে বিশ্বকাপে আমরা ক্ষতিগ্রস্ত হব। এটা খুবই হাস্যকর। আর সত্যি বলতে এই খবরটি আমাকে আহত করেছে। আমরা এই কথাগুলো এখন শুধু বলতেই পারবো। তবে কোন কাজ হবে না। কারণ ইতিমধ্যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। ’

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, ১২ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।