ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে পন্ড দ.আফ্রিকা-উইন্ডিজ ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, ডিসেম্বর ৩০, ২০১৪
বৃষ্টিতে পন্ড দ.আফ্রিকা-উইন্ডিজ ম্যাচ ড্র

ঢাকা: বৃষ্টির কারণে পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে একটি বলও মাঠে গড়ায়নি। আর শেষ পর্যন্ত ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে।



তবে দু’দলের এ টেস্টে ফলাফলেরও দারুণ সম্ভাবনা ছিল। কারণ দল দুটি নিজেদের প্রথম ইনিংসে আলাদা ভাবে দু’জন করে সেঞ্চুরি করেছিলেন। আর দু’দলের বোলাররাও ১৭ টি উইকেট নিয়েছিলেন।

প্রোটিয়ারা তাদের প্রথম ইনিংসে আট উইকেটে ৪১৭ রান করে ডিক্লেয়ার করে। পরে ক্যারিবীয়রা চতুর্থ দিন শেষে নয় উইকেট হারিয়ে ২৭৫ রান তোলে। ম্যাচ সেরা হন ১০৬ রান করা সফরকারি ওপেনার ক্রেগ ব্রাথওয়েট।

তিন ম্যাচ সিরিজে প্রথম টেস্ট জিতে ইতিমধ্যে ১-০তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। আগামী দুই জানুয়ারী কেপ টাউনে দু’দলের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ৩০ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ