ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ পেলেন ওয়েল্লাগে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০২, সেপ্টেম্বর ১৯, ২০২৫
ম্যাচ শেষে বাবার মৃত্যু সংবাদ পেলেন ওয়েল্লাগে

শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগে মাঠে লড়ছিলেন দেশের জার্সি গায়ে, অথচ একই সময়ে পরিবারে নেমে আসে দুঃসংবাদ। কলম্বোতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তার বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগে।

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই মাঠে ছিলেন মাত্র ২২ বছর বয়সী এই প্রতিশ্রুতিশীল ক্রিকেটার।

প্রথমে ব্যাট করে আফগানরা তোলে ৮ উইকেটে ১৬৯ রান। ইনিংসের শেষ ওভারে দুনিথ ওয়েল্লালাগের বলেই টানা চারটি ছক্কা হাঁকিয়ে মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন মোহাম্মদ নবী। শেষ ওভারে একাই নেন ৩২ রান। শেষ পর্যন্ত নবী ২২ বলে ৫৯ রান করে আউট হন।

খরুচে হলেও ওয়েল্লালাগে চার ওভারে ৪৯ রান খরচায় একটি উইকেট শিকার করেছিলেন। তার ব্যক্তিগত জীবনের শোকের দিনটিতে শ্রীলঙ্কা জয় নিয়েই মাঠ ছাড়ে। উঠে যায় সুপার ফোরে। ৮ বল ও ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে লঙ্কানরা।

প্রতিভাবান এই অলরাউন্ডারকে শ্রীলঙ্কার ভবিষ্যৎ তারকাদের একজন হিসেবে দেখা হয়। দলের এখন সুসময় চললেও পিতৃবিয়োগ ক্রিকেটারের জীবনে গভীর ছাপ ফেলবে।

এফবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।