ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশর সংগ্রহ ২২৭

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, এপ্রিল ১৭, ২০২৫
বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশর সংগ্রহ ২২৭ ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে উড়ছে বাংলাদেশের মেয়েরা। টানা তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা।

তবে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিছুটা খেই হারিয়ে ফেলেছে নিগার সুলতানার দল। শুরুটা ভালো করলেও শেষদিকে দ্রুত উইকেট হারায় তারা। যদিও লড়ার মতোই সংগ্রহ হয়েছে তাদের।

আজ লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২২৭ রান। এই রান ওয়েস্ট ইন্ডিজ তাড়া না করতে পারলে ফাইনালে উঠবে বাংলাদেশ। একইসঙ্গে বিশ্বকাপও নিশ্চিত করবে তারা।  

বাংলাদেশের শুরুটা হয় সোবহানা মোস্তারিকে (৬) হারিয়ে। এই ধাক্কা অবশ্য সামলে নেন ফারজানা হক ও শারমিন আক্তার। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ১১৮ রানের জুটি। তবে ২৮তম ওভারে ফারজানাকে বিদায় করে এই জুটি ভেঙে দেন আলিয়া অ্যালেইন। ৪২ রানে ফেরেন বাংলাদেশি ওপেনার।  

এদিকে ৫৭ বলে ফিফটি পূর্ণ করে নেন শারমিন। এরপর ইনিংস খুব বেশি লম্বা করতে পারেননি। ৭৯ বলে ১০ চারে ৬৭ রান করে বিদায় নেন তিনি। চারে নামা নিগার সুলতানা ব্যর্থ হন আজ। তার ব্যাট থেকে আসে স্রেফ ৫ রান। এরপর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষদিকে লড়েন নাহিদা আক্তার ও রাবেয়া খান। নাহিদা ২৫ রান করে উইকেট হারালেও রাবেয়া ২৩ রানে অপরাজিত থাকেন।  

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ উইকেট নেন অ্যালেইন। দুটি করে উইকেট নেন হেইলি ম্যাথিউস ও আফি ফ্লেচার।  

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।