ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরাজ-হেডকে শাস্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
সিরাজ-হেডকে শাস্তি

অ্যাডিলেইড টেস্টে আচরণবিধি ভঙ্গ করায় ভারতের মোহাম্মদ সিরাজ ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে শাস্তি দিয়েছে আইসিসি। সিরাজকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

এছাড়া একটি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন সিরাজ-হেড।

আইসিসির আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘনের দায়ে দোষী প্রমাণিত হয়েছেন সিরাজ। যেখানে লেখা আছে, আউট হওয়ার পর ব্যাটারের প্রতি এমন কোনো অঙ্গভঙ্গি, আচরণ বা ভাষা ব্যবহার করা যাবে না যা আগ্রাসী প্রতিক্রিয়ায় প্ররোচিত করে।

অন্যদিকে হেড ভেঙেছেন আইসিসির আচরণবিধির ২.১৩ ধারা। যেখানে লেখা আছে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন খেলোয়াড়, আম্পায়ার বা ম্যাচ রেফারির সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না।

ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের কাছে সিরাজ ও  হেড নিজেদের অপরাধ স্বীকারের পাশাপাশি শাস্তিও মেনে নিয়েছেন।  

অ্যাডিলেইডে প্রথম ইনিংসে ট্রাভিস হেডের ১৪০ রানই অস্ট্রেলিয়ার জন্য বড় জয়ের ভিত গড়ে দেয়। ১৭ চার ও ৪ ছক্কা মারা বাঁহাতি এই ব্যাটার শেষ পর্যন্ত থামেন সিরাজের দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হয়ে। হেডকে আউট করেই আক্রমণাত্মক মেজাজ নিয়ে তাঁকে মাঠে ছাড়তে বলেন সিরাজ। চোখ দুটি বড় করে রেগে লাল হয়েছিলেন তিনি।

সিরাজের সেই আচরণ নিয়ে হেড বলেন, ‘আমি তাকে মজা করে বলেছিলাম, ভালো বল করেছ। কিন্তু সে অন্য কিছু মনে করেছে। সে যখন আমাকে ড্রেসিংরুমের দিকে চলে যাওয়ার ইঙ্গিত করেছে, তখন আমি কিছু কথা শুনিয়েছি। তবে পুরো বিষয় যেভাবে প্রকাশ হলো, তাতে আমি কিছুটা হতাশ। ’

পাল্টা জবাবে সিরাজ বলেন,  ‘আমি ভালো বল করেছি, সংবাদ সম্মেলনে বলা তার (হেডের) এই কথা পুরোপুরি মিথ্যা। টিভিতে দেখলেই বুঝবেন, সে আসলে কী বলেছিল। আমি শুধু উদ্‌যাপন করেছিলাম। কিন্তু সে আমাকে প্রথমে গালিগালাজ করে। আপনি গিয়ে টিভিতে আবার হাইলাইটস দেখতে পারেন। এটা একটা দারুণ লড়াই ছিল। তাকে বল করতে আমার ভালো লাগে। সে ১৪০ রান করেছে এবং দারুণ ব্যাটিং করেছে। ’

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।