ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বরিশালের হয়ে বিপিএল খেলবেন তামিম

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
বরিশালের হয়ে বিপিএল খেলবেন তামিম

গত আসরে করেছিলেন চ্যাম্পিয়ন। আগামী বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও ফরচুন বরিশালেই থাকছেন তামিম ইকবাল।

তাকে অধিনায়ক হিসেবে রেখে দেওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।  

বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন তামিম। তিনি আর খেলার মাঠে ফিরবেন কি না এ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এবার তামিকে রেখে দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বরিশাল।

২০২২ সাল থেকে বিপিএলে আছে ফরচুন বরিশাল। প্রথম আসরে রানার আপ হয়ে দ্বিতীয়টিতে বাদ পড়ে প্লে অফ থেকে। সবশেষ আসরে অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে বরিশালকে চ্যাম্পিয়ন করেন তামিম।

রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর কিছুটা শঙ্কা জাগলেও পূর্বের পরিকল্পনা অনুযায়ী ২৭ ডিসেম্বর শুরু হবে বিপিএল। আগামী ১৪ ডিসেম্বর ঢাকায় হবে প্লেয়ার্স ড্রাফট।  

এবারের বিপিএলে আগের আসরের তিনটি ফ্র্যাঞ্চাইজি থাকছে না। কুমিল্লার জায়গায় রাজশাহী নামে দল হবে। এছাড়া আগের চট্টগ্রাম ও ঢাকা ফ্র্যাঞ্চাইজি থাকছে না।  

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।