ঢাকা, রবিবার, ১৮ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ব্যাট করবে বাংলাদেশ, একাদশে নেই নাহিদ-তাসকিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
টস হেরে ব্যাট করবে বাংলাদেশ, একাদশে নেই নাহিদ-তাসকিন

এক ঘণ্টা পিছিয়ে হলো টস, ম্যাচও শুরু হবে সমান সময় পর। কানপুর টেস্টের টস জিতেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

বাংলাদেশকে আগে ব্যাটিং করতে বলছেন তিনি।  

টসের সময় রোহিত শর্মা জানিয়েছেন, পিচ থেকে শুরুর দিকের সুবিধাটা কাজে লাগাতে চান তারা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও অবশ্য ব্যাটই করতে চেয়েছিলেন। তার কাছে উইকেটটা সহায়ক মনে হয়েছে ব্যাটিংয়ের জন্য।  

চেন্নাই টেস্টের একাদশে কোনো বদল না এনেই কানপুরে নামছে ভারত। অন্যদিকে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ নেই, তাদের জায়গা নিয়েছেন খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ

জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেট কিপার), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।

ভারতের একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
এমএইচবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।