ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রবাসীরা ঘোষণা করলেন বিশ্বকাপ স্কোয়াড, কারণ জানালেন বাশার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
প্রবাসীরা ঘোষণা করলেন বিশ্বকাপ স্কোয়াড, কারণ জানালেন বাশার

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার প্রথাগত আয়োজন দেখা গেল না মঙ্গলবার। সংবাদ সম্মেলন কক্ষে বড় পর্দায় দেখানো হলো একটি ভিডিও।

বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঘোষণা করেন একেকটি নাম।  

ছেলে অথবা মেয়েদের বিশ্বকাপ স্কোয়াড সাধারণত সংবাদ সম্মেলনে ঘোষণা করেন নির্বাচকরা। কিন্তু এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা গেল ব্যতিক্রম। কেন প্রবাসীদের দিয়ে ঘোষণা করা হলো বিশ্বকাপ স্কোয়াড? এর উত্তর দিয়েছেন বিসিবির উইমেন্স উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন।  

সংবাদ সম্মেলনের শুরুতে তিনি বলেন, ‘আমাদের বিশ্বকাপ এবার খুব গুরুত্বপূর্ণ। আমাদের ক্রিকেটে কিন্তু খুব বড় একটা শক্তি ফ্যানরা। আমরা দেখেছি শুধু দেশের মানুষ যারা, তারা তো এখানে থেকে ফলো করেন। কিন্তু আমরা যখন প্রবাসে যাই, প্রবাসে যারা থাকেন; তাদের একটা বড় অংশ কিন্তু আমাদের ফলো করেন। ’

‘দেখার বিষয় ছিল তারা আমাদের (নারী ক্রিকেটের) কতটুকু খবর রাখছে। দেখেছি সবাই খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বিশ্বকাপের দিকে। তারা যে আসলে অনেকখানি সম্পৃক্ত থাকেন আমাদের দলের সঙ্গে, সেটার জন্যই আমাদের এই প্রয়াস। এটার জন্যই তাদের কাছ থেকে স্কোয়াড ঘোষণা করাটা। ’

এবারের বিশ্বকাপ ঘরের মাঠে খেলার কথা ছিল বাংলাদেশের মেয়েদের। কিন্তু রাজনৈতিক বাস্তবতার কারণে সেটি সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তবে ওখানেও বাংলাদেশ দল সমর্থন পাবে বলে আশাবাদী সুমন।  

তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা বলার খুব দরকার আছে। প্রথমে যেটা বলেছি, প্রবাসীরা সবসময় সমর্থন দেন। আমরা যখন দেশের বাইরে খেলতে যাই, এটা আমি যখন ক্রিকেট খেলেছি, পরে দেখতে গেছি তখনও দেখেছি প্রবাসীরা মাঠে আসেন, এটা আমাদের অনেক বড় শক্তি। আরব আমিরাতে যারা আছেন, আশা করবো আপনারা সবাই মাঠে আসবেন। আপনাদের সমর্থনটা আমাদের মেয়েদের আসলেই অনেক সাহায্য করবে। ’

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।