ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভারত সিরিজে শোনা যেতে পারে তামিমের ধারাভাষ্য

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
ভারত সিরিজে শোনা যেতে পারে তামিমের ধারাভাষ্য

জাতীয় দলের একসময় তারকা ক্রিকেটার ছিলেন, অধিনায়কত্বও করেছেন তামিম ইকবাল। তবে ফিটনেস ইস্যুতে তাকে অনেকদিন ধরে দেখা যাচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেটে।

আসন্ন ভারত সফরে দেখা যেতে পারে তামিমকে। তবে সেটা ক্রিকেটার হিসেবে নয়।

জানা গেছে, তামিম ভারতের বিমান ধরতে পারেন ধারাভাষ্যকার হিসেবে। ইতোমধ্যেই সিরিজের সম্প্রচারকারি প্রতিষ্ঠান ভায়াকম১৮'র সঙ্গে কথাবার্তা চলছে তামিমের। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি।  

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম। তবে তখন তিনি ছিলেন অতিথি ধারাভাষ্যকার। এবার তামিমকে দেখা যেতে পারে মূল ভূমিকায়।

ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যে যোগ দেওয়ার ইচ্ছের কথা আগেও জানিয়েছিলেন তামিম। এখন সেটিই আছে বাস্তব হওয়ার পথে। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ।  

বাংলাদেশ সময় : ১৫২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।