ঢাকা, শুক্রবার, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জুন ২০২৪, ০৬ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মে ১৭, ২০২৪
বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-যুক্তরাষ্ট্র

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও যুক্তরাষ্ট্র।

টেক্সাসের প্রেইরি স্টেডিয়ামে ২৮ মে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে টাইগাররা। এরপর ১ মে খেলবে ভারতের বিপক্ষে। সেদিনই অবশ্য শুরু হবে বিশ্বকাপের মূলপর্ব।

ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচটির ভেন্যু অবশ্য ঠিক করা হয়নি। তবে তা যুক্তরাষ্ট্রের মাটিতেই হবে। প্রস্তুতি ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। যা শুরু হবে ২১ মে। পরের দুটি ম্যাচ ২৩ ও ২৫ মে।

এদিকে পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের জন্য কোনো প্রস্তুতি ম্যাচ রাখা হয়নি। বিশ্বকাপের আগে ৩০ মে পর্যন্ত চার ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড-পাকিস্তান।  

বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপে তাদের আরও প্রতিপক্ষ নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও নেপাল।  

প্রস্তুতি ম্যাচের সূচি
২৭ মে

কানাডা-নেপাল, টেক্সাস
ওমান-পাপুয়া নিউগিনি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)
নামিবিয়া-উগান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)
২৮ মে
শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস, ফ্লোরিডা
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, টেক্সাস
অস্ট্রেলিয়া-নামিবিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)
২৯ মে
দক্ষিণ আফ্রিকা আন্তঃস্কোয়াড, ফ্লোরিডা
আফগানিস্তান-ওমান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)
৩০ মে
নেপাল-যুক্তরাষ্ট্র, টেক্সাস
স্কটল্যান্ড-উগান্ডা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)
নেদারল্যান্ডস-কানাডা, টেক্সাস
নামিবিয়া-পাপুয়া নিউগিনি, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (ব্রায়ান লারা একাডেমি)
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)
৩১ মে
আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা, ফ্লোরিডা
স্কটল্যান্ড-আফগানিস্তান, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (কুইন্স পার্ক ওভাল)
১ জুন
বাংলাদেশ-ভারত, যুক্তরাষ্ট্র 

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মে ১৭, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।