ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএল নিয়ে হাথুরুর কথায় শতভাগ একমত শুভাগত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
বিপিএল নিয়ে হাথুরুর কথায় শতভাগ একমত শুভাগত

বিপিএলকে সার্কাস হিসেবে মনে করেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এমনকি খেলা দেখতে গিয়ে বিরক্ত হয়ে টিভিও বন্ধ করে দেন তিনি।

তার কথায় এবার একমত পোষণ করলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম।  

তিনি বলেন, ‘অবশ্যই আমি (হাথুরুসিংহের সাথে) শতভাগ একমত। বিপিএল যখন খেলি আমরা হয়ত সেরকমভাবে প্রস্তুতি নিতে পারি না। সারা বছর হয়ত প্রথম শ্রেণির ম্যাচ, ৫০ ওভারের ম্যাচ খেলি। কিন্তু টি-টোয়েন্টিতে বিপিএলের মত কোথাও খেলার জন্য আগে আরেকটা টুর্নামেন্ট যদি খেলে আসতে পারি দেশি প্লেয়ারদের জন্য সেটা ভালো। ওই টুর্নামেন্ট যারা ভালো খেলব তারাও এখানে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে। নতুনরাও সুযোগ পাবে। ’


‘টি-টোয়েন্টিতে সবাই অবশ্যই রানের উইকেট চায়। এবারের উইকেটও ভালো ছিল। মিরপুরের প্রথম দিকে সেইরকম উইকেট হয়তো আমরা পাইনি। চট্টগ্রাম ও সিলেটে যেমন উইকেট ছিল সবাই হাইস্কোরিং ম্যাচই দেখেছে। এরকম উইকেটই আশা করি। রান হবে, বোলার ব্যাটার সবাই সুবিধা হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হবে। সবার এটাই প্রত্যাশা আমরাও এটা আশা করি। ’

বিপিএলে আগামীকাল দুপুরে এলিমিনেটর খেলায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে চট্টগ্রাম।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।