ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তিন সংস্করণের চুক্তিতে সাকিবসহ পাঁচজন, ওয়ানডের চুক্তিতে রিয়াদ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
তিন সংস্করণের চুক্তিতে সাকিবসহ পাঁচজন, ওয়ানডের চুক্তিতে রিয়াদ

তিন সংস্করণে বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করা হয়েছে। সোমবার বোর্ডসভার পর সাংবাদিকদের ২১জনকে চুক্তিতে রাখার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নাম প্রকাশ করে বিসিবি।

এ বছরের চুক্তিতে কোনো ফরম্যাটেই নেই তামিম ইকবালের নাম, এ ওপেনার গত বছরের সেপ্টেম্বরের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়েছে কেবল ওয়ানডেতে। তাসকিন আহমেদ আছেন শুধু সাদা বলের ক্রিকেটে। কয়েকদিন আগেই টেস্ট ছাড়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন এই পেসার।

পেসার তানজিম হাসান সাকিব প্রথমবারের মতো জায়গা পেয়েছেন কেন্দ্রিয় চুক্তিতে, তিনি শুধু ওয়ানডেতে আছেন। সাদা বলের দুই ফরম্যাটেই আছেন তাওহীদ হৃদয়। স্পিনার নাঈম হাসান জায়গা পেয়েছেন টেস্টের চুক্তিতে।  

টি-টোয়েন্টির চুক্তিতে থাকা মোসাদ্দেক হোসেন বাদ পড়েছেন এবার, রাখা হয়নি আফিফ হোসেনকেও। আগের বছর টেস্ট ও টি-টোয়েন্টির চুক্তিতে থাকা নুরুল হাসান সোহান এবার আছেন কেবল টি-টোয়েন্টিতে।  

তিন সংস্করণের চুক্তিতে আছেন: লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।  

শুধু টেস্টের চুক্তিতে আছেন: মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান।  

শুধু ওয়ানডের চুক্তিতে আছেন: মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব।  

ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে আছেন: তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।  

শুধু টি-টোয়েন্টির চুক্তিতে আছেন: নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান।

বাংলাদেশ সময় : ২১০৯ ঘণ্টা, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।