ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

নিজেদের মাঠে অনুশীলন শুরু রংপুর রাইডার্সের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫১, জানুয়ারি ৯, ২০২৪
নিজেদের মাঠে অনুশীলন শুরু রংপুর রাইডার্সের

দেশের ক্রিকেটে এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হাওয়া। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্টের দশম আসর।

এর মধ্যেই দলগুলোর ব্যস্ততা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। মাঠের অনুশীলনে রংপুর রাইডার্স হাজির হয়েছে সবার আগে।  

৯ জানুয়ারি সকাল সাড়ে এগারোটায় অনুশীলন শুরু হয় রংপুর রাইডার্সের। নিজেদের ঘরের মাঠ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে করছে প্রথম দিনের অনুশীলন করেছেন তারা।  

এদিন উপস্থিত ছিলেন শামীম পাটোয়ারী, হাসান মাহমুদ, হাসান মুরাদ, আবু হায়দার রনিসহ অনেকেই। এই দলটিতে আছেন তিন ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তারও শিগগিরই অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।  

রংপুর রাইডার্স স্কোয়াড : 
ধরে রাখা ও সরাসরি চুক্তি : নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ, আজমাতউল্লাহ ওমরজাই, নিকলাস পুরান, সাকিব আল হাসান, বাবর আজম, আএহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ড্রাফট থেকে: রনি তালুকদার, শামীম হোসেন, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মিশেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার, ফজলে রাব্বি, আশিকুজ্জামান।

বাংলাদেশ সময় : ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।