ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

নড়াইলবাসীকে ধন্যবাদ দিলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, জানুয়ারি ৭, ২০২৪
নড়াইলবাসীকে ধন্যবাদ দিলেন মাশরাফি

ক্রিকেট থেকে রাজনীতির মাঠে দারুণভাবে সফল মাশরাফি বিন মর্তুজা। ২০১৮ সালে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে এসেই সফলতা পেয়েছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন তিনি।

এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ভোটের লড়াইয়ে নেমেছিলেন মাশরাফি। এবারও বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন 'নড়াইল এক্সপ্রেস'। নিজ আসনে এক লাখ ৮৬ হাজার ৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের এই প্রার্থী।  

টানা দ্বিতীয়বার নির্বাচনে জয়ের পর ফেসবুকে নিজ জেলা নড়াইলের জনগণকে ধন্যবাদ জানাতে ভোলেননি মাশরাফি। ব্যাট হাতে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘ধন্যবাদ নড়াইলবাসী। ’ 

ছবির সঙ্গে বিজয়সূচক ইমোজিও দিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।