ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

৯ বছর পর উইকেট পেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
৯ বছর পর উইকেট পেলেন কোহলি

'কোহলিকে বোলিং দাও, কোহলিকে বোলিং দাও'- এমন স্লোগানে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার কাছে আকুতি জানাতে থাকেন সমর্থকরা। গ্যালারি থেকে ধেয়ে আসা সেই অনুরোধ মেনে ২৩তম ওভারে বিরাট কোহলির হাতে বল তুলে দেন রোহিত।

বিশ্বকাপে এর আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও বোলিং করেছিলেন কোহলি। কিন্তু সেবার মাত্র তিন বল করারই সুযোগ পান তিনি। কারণ ইনজুরিতে হার্দিক পান্ডিয়ার করার ওভারের কোটা পূরণ করা দরকার ছিল। কিন্তু আজ নেদারল্যান্ডসের বিপক্ষে কোহলি পুরো ওভার বোলিং তো করেছেনই পেয়েছেন উইকেটের দেখাও। ওয়ানডেতে ৯ বছর পর উইকেট পেলেন তিনি।

ডানহাতি মিডিয়াম পেসে নিজের দ্বিতীয় ওভারে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে শিকার করেন কোহলি। উইকেটরক্ষক লোকেশ রাহুল ক্যাচটি নিতেই উল্লাসে ফেটে পড়েন তিনি। উদযাপনে সামিল ছিলেন কোহলির স্ত্রী আনুশকা শর্মাও। তিনি গ্যালারি থেকেই অভিনন্দন জানান কোহলিকে।

ওয়ানডেতে কোহলি সবশেষ উইকেট পেয়েছিলেন ২০১৪ সালে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে কোহলির একমাত্র শিকার ছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। ম্যাচটিতে ৭ ওভার বোলিং করেন কোহলি। আজকের ম্যাচে অবশ্য এখন পর্যন্ত তিন ওভার বোলিং করতে দেখা গেছে তাকে। আজকের ম্যাচসহ ওয়ানডে ক্রিকেটে তার উইকেট সংখ্যা পাঁচটি।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এএইচএস   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।