ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সাকিবের পাশে দাঁড়াল এলপিএল ফ্র্যাঞ্চাইজি ‘গল টাইটান্স’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, নভেম্বর ৯, ২০২৩
সাকিবের পাশে দাঁড়াল এলপিএল ফ্র্যাঞ্চাইজি ‘গল টাইটান্স’

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউস ইস্যুতে সাকিবের সমালোচনা থামছেই না। বিশেষ করে দেশটির সমর্থকরা ক্ষোভে ফেটে যাচ্ছে।

এমতাবস্থায় টাইগার অধিনায়কের পাশে দাঁড়াল দেশটির ফ্র্যাঞ্চাইজি ক্লাব গল টাইটান্স।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে সাকিবের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে গল টাইটান্স। যেখানে বলা হয়, ‘দয়া করে মনে রাখবেন একজনের মন্তব্য কখনোই পুরো দেশের মতামতের প্রতিফলন ঘটায় না। একইভাবে শ্রীলঙ্কানরা কখনোই এমন আচরণ করবে না। আমাদের দেশের ক্রিকেট ভক্তরা অন্য দেশের ক্রিকেটারকে যেকোন সময় ভালোবাসার সঙ্গেই বরণ করবে। ’

এর আগে ম্যাথিউস ইস্যুতে তার ভাই ত্রিভান ম্যাথিউস ডেকান ক্রনিক্যালকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশের জার্সিতে হোক কিংবা লঙ্কান প্রিমিয়ার লিগ, যেকোন পর্যায়ে সাকিবকে পেলে পাথর মারা হবে। অথবা মাঠে তাকে বিরূপ পরিস্থিতির মুখে পড়তে হবে।  

বিবৃতিতে কোনো ব্যক্তির নাম উল্লেখ না করলেও গল টাইটান্স সাকিব ও ত্রিভানের কথাই বলেছে বলে ধারণা করা যায়।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।