ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

থিতু হতে পারলেন না মুশফিকও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
থিতু হতে পারলেন না মুশফিকও

হারিস রউফের ঠিক আগের বলেই মেরেছিলেন চার। কিন্তু পরের বলে খোঁচা মেরে উইকেটে পেছনে ক্যাচ দেন মুশফিকুর রহিম।

তা ধরতে কোনো ভুল করেননি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান।

বিশ্বকাপের প্রায় প্রতি ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং অর্ডারে দেখা গেছে পরিবর্তন। ব্যতিক্রম হয়নি আজও। শুরুর চাপ সামাল দিতে আজ চারে পাঠানো মুশফিককে। কিন্তু তিনিও থিতু হতে পারেননি। ৮ বলে ৪ রান করে আউট হন অভিজ্ঞ এই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রান করেছে বাংলাদেশ। লিটন দাস ১৮ ও মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট করছেন ০ রানে।

কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ওভারেই ওপেনার তানজিদ হাসানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ওয়ানডে ক্রিকেটে শততম উইকেটের মাইলফলক পূরণ করেছেন শাহিন আফ্রিদি। যেজন্য ৫১ ম্যাচ খেলতে হয় তাকে। প্রথম ওভারটি কোনো রান না দিয়ে শেষ করেন বাঁহাতি এই পেসার। তৃতীয় ওভারে এসে ৪ রান করা নাজমুল হোসেন শান্তকে তুলে নেন তিনি।  ফ্লিক করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে থাকা উসামা মীরের হাতে ক্যাচ দেন শান্ত।  

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩

এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।