ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো আফগানরা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, অক্টোবর ১৮, ২০২৩
নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো আফগানরা

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমকে দেওয়া আফগানিস্তানের মুখোমুখি এবার গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড।  

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে আজ টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আফগানরা।

 

আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে আফগানিস্তান। আর কিউইরা হারিয়েছে তাদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে।  

আফগানরা এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটি ম্যাচই জিতেছে। অন্যদিকে নিউজিল্যান্ড তিন ম্যাচের সবগুলোতেই জিতে আছে তুলনামূলক স্বস্তিতে।

আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই,ইকরাম আলিখিল, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজল হক ফারুকি।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন ও মার্ক চাপম্যান।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।